Home Uncategorized ২৬/ ১১ সন্ত্রাসী হামলায় শহিদ সাহসী বীরদের স্মরণে লিও ক্লাব অব...

২৬/ ১১ সন্ত্রাসী হামলায় শহিদ সাহসী বীরদের স্মরণে লিও ক্লাব অব শিলচর সেন্ট্রাল-এর স্মৃতি সভা

গতকাল লিও ক্লাব অব শিলচর সেন্ট্রাল-এর আয়োজনে ২৬/ ১১ সন্ত্রাসী হামলায় শহিদ সাহসী বীরদের স্মরণে এক স্মৃতি সভা অনুষ্ঠিত হয়।তাছাড়া এই সভায় এবার দীপাবলির রাতে এক বিপর্যয়কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিও সঙ্গব্রতী পুরকায়স্থ (লিও ক্লাব শিলচর ভিশনের সদস্য) এর বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানানো হয়।

এই অনুষ্ঠানের বিষয়ে লিও ক্লাব শিলচর সেন্ট্রাল-এর প্রজেক্ট চেয়ারপার্সন সমতা পাল আমাদেরকে জানান, ” 12 বছর আগে মুম্বাইয়ের ভয়াবহ সন্ত্রাসী হামলার থেকে জাতির রক্ষায় সর্বোচ্চ বলিদান দিয়ে বীরত্ব অর্জন করা সেই সাহসী বীরদের প্রতি গতকাল আমরা,লিও ক্লাব অব শিলচর সেন্ট্রাল-এর সদস্যগণ আন্তরিক শ্রদ্ধা জানাই।সেই সাথে এই দীপাবলির রাতে এক বিপর্যয়কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিও সঙ্গব্রতী পুরকায়স্থ ( লিও ক্লাব শিলচর ভিশনের সদস্য ) এর বিদেহী আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই।গতকাল, অর্থাৎ ২৯ শে নভেম্বর, ২০২০ তারিখে আমাদের মাসিক বিওডি সভার পরে, দু’টি অনুষ্ঠানই আমাদের ক্লাব প্রাঙ্গনে দুপুর ২ টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়।”

তাছাড়াও তিনি জানান যে উভয় অনুষ্ঠানটি পূর্বোক্ত ভেন্যুতে ২৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের কারণে তখন সেই অনুষ্ঠানটি স্থগিত করতে হয়।