Home Uncategorized নবাগত পুলিশ সুপারকে স্বাগতম জানালো হিন্দু জাগরণ মঞ্চ

নবাগত পুলিশ সুপারকে স্বাগতম জানালো হিন্দু জাগরণ মঞ্চ

১৬ জুলাই, বৃহস্পতি বার, কাছাড় জেলার নবাগত পুলিশ সুপার ভনোয়ার লাল মীনা (আই.পি. এস.) মহাশয় কে স্বাগত জানায় শিলচর। হিন্দু জাগরণ মঞ্চ, শিলচর শাখার ব্যবস্থাপনায় এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয় । উক্ত সভাতে স্বাগতম জানতে উপস্থিত ছিলেন, শিলচর নগরের সভাপতি শ্রী সৌভিক চৌধুরী মহাশয়। তিনি উত্তরীয় দিয়ে মীনা মহাশয় কে বরণ করেন। উপস্থিত নগর সম্পাদক শ্রী যশোবন্ত দেবনাথ পুষ্পস্তবক দিয়ে বরণ করেন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ভার্গব ভট্টাচার্য মহাশয়।

তৎসংগে সেই দিন রঙিরখারি থানার ইনচার্জ চন্দন বরা কেও সন্মান জানান হয়। সেই কার্যক্রমে উপস্থিত ছিলেন নগরের কর্যকর্তা দীপক দেবনাথ, দেবদুলাল ভট্টাচার্য, বিশাল নাথ এবং অন্যান্য কর্যকর্তা প্রমুখ।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.