IMD র অবহাওয়ার পূর্বাভাস মতে বঙ্গোপসাগর হতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে, নিম্ন ট্রপোস্ফেয়ারে অত্যন্ত জোরে ধেয়ে আসছে দক্ষিণ- পশ্চিম মৌসুমী বায়ু। তাদের আশঙ্কা রয়েছে যে আগামী পাঁচ দিন আসাম এবং মেঘালয় রাজ্যের বিভিন্ন প্রান্ত হতে পারে প্রবল বৃষ্টির সন্মুখীন। সজোরে বজ্রপাতের ও সম্ভাবনা রয়েছে। তাই IMD আসাম এবং মেঘালয় রাজ্যে লাল সংকেত জারি করেছে। তৎসঙ্গে আগামী ২৬ শে মে অরুণাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।