Home Education দিল্লী ISI থেকে সরাসরি অনলাইনে গণিত শিক্ষা, উদ্যোক্তা আসাম একাডেমি অফ ম্যাথমেটিক্স,...

দিল্লী ISI থেকে সরাসরি অনলাইনে গণিত শিক্ষা, উদ্যোক্তা আসাম একাডেমি অফ ম্যাথমেটিক্স, জি সি কলেজ, ও গণিত সরা

শিলচর গুরুচরণ কলেজ, গনিত সরা এবং বিশেষ করে শিলচরের আসাম একাডেমি অফ ম্যাথমেটিক্সের যৌথ উদ্যোগে আগামী ৭ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় আন্তর্জালে অর্থাৎ সরাসরি অনলাইনের মাধ্যমে গণিত সংক্রান্ত বিষয়ের উপর এক নিঃশুল্ক শিক্ষামূলক বক্ত্যব্যের আয়োজন করা হয়েছে। এতে আমন্ত্রিত স্পিকার হিসাবে বক্তব্য রাখবেন সুদূর দিল্লির ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইস্টিটিউটের সহকারী অধ্যাপক তথা সুবিখ্যাত গণিতজ্ঞ ডাঃ শান্তা লাইসরাম। এতে এতদঞ্চলের যেকোনো শ্রেণীর ইচ্ছুক গণিতপ্রেমী ছাত্র -শিক্ষক আগামী ৫ ই জুলাইয়ের মধ্যে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে অথবা gonitsora.com উল্লেখিত লিংকের মাধ্যমে বাধ্যতামূলক ভাবে নিজের নাম নথিভুক্ত করার জন্য এক প্রেস বার্তায় অনুরোধ রেখেছেন শিলচর জি সি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তথা শিলচর আসাম একাডেমি অফ ম্যাথমেটিক্সের জেলা সম্পাদক ডাঃ দেবাশীষ শর্মা।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.